নানা চড়াই-উৎরাই পেরিয়ে আন্দোলন-সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্য নিয়ে ৭৬ বছরে পদার্পণ করল দেশের সর্ববৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল বুধবার চট্টগ্রামে র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এতে বক্তারা বলেন, ভবিষ্যৎ বাংলাদশেকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে ভূমিকা রাখবে ছাত্রলীগ।
মহানগরের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড ছাত্রলীগ : প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগরের আওতাধীন বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের (ছাত্রলীগ) গড়ে তুলতে হবে প্রতিশ্রুতিশীল হিসেবে।
মহানগর ছাত্রলীগের সহ সভাপতি একরামুল হক রাসেলের সভাপতিত্বে এবং সহ সম্পাদক সাব্বির সাকির ও কার্যনির্বাহী সদস্য কামরুর হুদা পাভেলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আছিফুর রহমান মুন্না, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ফজলুল কবির সোহেল, কাউন্সিলর মোবারক আলী, মেজবাহ উদ্দিন আহমদ মোর্শেদ প্রমুখ।
সদরঘাট থানা ছাত্রলীগ : সদরঘাট থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আকবার হোসেন রাজনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম তানভীরের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি এস.এম ইমরান হাসান আহমেদ ইমু। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সহ সভাপতি তালেব আলী, আ.ফ.ম সাইফুদ্দীন, নাঈম রনি, নোমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, সম্পাদক মন্ডলীর সদস্য আবু তারেক রনি, শাহরিয়ার হাসান, ফয়সাল সাব্বির, সহ-সম্পাদক মো. রাসেদ, নাবির আহমেদ লিটন।
ফিরিঙ্গীবাজার ওয়ার্ড ছাত্রলীগ : ফিরিঙ্গীবাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। ছাত্রনেতা ইরফান দোভাষের সভাপতিত্বে এবং আতিকুর রহমান ও ইসরাক দোভাষের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা ফারুখ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, তারেক সর্দার, খোরশেদ আলম রহমান, সাইফুদ্দিন আহমেদ, জালাল আহমেদ দুলাল, তামজিদ কামরান, অনিন্দ্য দেব, আবু তৈয়ব মিজান প্রমুখ।
আলকরণ ওয়ার্ড ছাত্রলীগ : গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়। ওয়ার্ড ছাত্রলীগ নেতা কফিল উদ্দিন আরমানের সভাপতিত্বে ও দিপেন দাশ রৌমেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম। বিশেষ অতিথি ছিলেন সিটি কলেজ ছাত্র-সংসদের সাবেক ভিপি শওকত ওসমান মুন্না, সাবেক জিএস নাসির উদ্দিন, ডা. সজীব তালুকদার, শাহনেওয়াজ রাজীব, মোরশেদুর রহমান, আকবর হোসেন রাজন, কাজী আসিফ আলভী, আবদুল হাবীব বাপ্পী, আমির সরোয়ার রাহাত, তন্ময় দাশগুপ্ত প্রমুখ।
পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগ : পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ দেওয়াজীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবু বক্কর। বক্তব্য রাখেন আফজাল হোসেন আজু, ইমন দাশ, অপু দাশ, টিটু দাশ, মো. মোজাম্মেল প্রমুখ।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগ : হাটহাজারীর মধ্য মাদার্শাস্থ আকবরিয়া স্কুল এন্ড কলেজে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ্। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, উত্তর জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন মিয়াজি, যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাশেদ খান মেনন, আলমগীর, আক্কাস হোসেন শাহ্, ফারুক মাহমুদ সিদ্দিকী প্রমুখ।
হাটহাজারী উপজেলা ছাত্রলীগ : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি আরিফুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জহির উদ্দিন চৌধুরী টিপু। রায়হান চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ ফরহাদুল হক, আরিফুর রহমান, আবু হায়াত মানিক, শাখাওয়াত হোসেন সাজিদ, হারুনুর রশিদ চৌধুরী, বিএম নুর উদ্দিন, আদিব ইসলাম মুন্না, ইরফান হোসেন সিরাজ, নাহিদ খান সুমম, খোরশেদুল আলম, রাওয়াদ আরনাফ, এহাছানুল হায়দার রাকিব প্রমুখ।
রামপুর ওয়ার্ড ছাত্রলীগ : রামপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ রহিম মুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুর সঞ্চালনায় এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আ. লীগের সদস্য মাঈনুদ্দিন শাহ্ খোকন, মীর আহমেদ সর্দার, সোরওয়ার্দ্দী এলিন, মো. শাহেদ আলম, আবুল কালাম, আবিদ হাসান, আলাউদ্দিন প্রিন্স প্রমুখ।
রাউজান উপজেলা ছাত্রলীগ : রাউজান প্রতিনিধি জানান, গতকাল বুধবার রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রাউজান সরকারি কলেজ মাঠে আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর জানে আলম জনি, মো. তসলিম উদ্দিন, প্রদীপ শীল, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন।
পটিয়া পৌরসভা ছাত্রলীগ : পটিয়া প্রতিনিধি জানান, কেক কেটে ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো পটিয়া পৌরসভা ছাত্রলীগ। গতকাল বুধবার বিকেলে পটিয়া মুন্সেফবাজারস্থ হুইপের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। পৌরসভা ছাত্রলীগ আহ্বায়ক অজয় শীলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আদনান সাঈদ ও সাইদুল ইসলাম তানিমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌর মেয়র মো. শাহাজাহান সিকদার। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান সিকদারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ছাত্র সংসদের কোষাধ্যক্ষ নুরুল মুমিন, আইসিটি বিভাগীয় প্রধান বিশ্বজিৎ রায় চৌধুরী, পৌর কাউন্সিলর ওমর তালুকদার প্রমুখ।
দোহাজারী পৌরসভা ছাত্রলীগ : চন্দনাইশ প্রতিনিধি জানান, দোহাজারী পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে গতকাল বুধবার দোহাজারী পৌরসদরে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য তুর্য্য বড়ুয়ার সভাপতিত্বে ও নাইমুল ইসলাম আকাশের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা সাইদুল কবির চৌধুরী সায়েম, ফরমান, দেলোয়ার, মমতাজ বেগম লিলি।