শীতের স্নিগ্ধতায় ভরা সুন্দর সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল জেনারেল সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় পিঠা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ।
উৎসবে বিভাগ কর্তৃক দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার পসরা সাজানো হয়। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ নুরুল হক, উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর কে.এম বোরহান উদ্দিন, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল হক, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক শরিফি, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাইফুদ্দিন সিদ্দিকী সুজা, হাসপাতাল উপ-পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মাইনুদ্দিন মাহমুদ ইলিয়াছ, জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জেসমিন আক্তার, সহকারী অধ্যাপক ডা. ফরমান উল্লাহ সোহেল, পিএস টু জেনারেল সেক্রেটারি ইমাম রাজিসহ বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকগণ। প্রেস বিজ্ঞপ্তি।