কি ছু জা না কি ছু অ জা না

ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি

প্রবীর বড়ুয়া | বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

  • ক্যালেন্ডার শব্দটি এসেছিল ল্যাটিন calendarium থেকে যার অর্থ ‘সুদের খাতা’ বা ‘হিসাবের বই’।
  • মূল রোমান বর্ষপঞ্জিতে ছিল ১০ মাস অর্থাৎ ৩০৪ দিন। সেটিতে বছর শুরু হতো মার্চে আর শেষ হতো ডিসেম্বরে। কিন্তু ৭০০ খ্রিস্টপূর্বাব্দে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস যুক্ত হয় আর এক বছরে মোট দিন হয়ে যায় ৩৫৫।
  • ৪৫ খ্রিস্টপূর্বাব্দে রোমান শাসক জুলিয়াস সিজার আরো ১০ দিন যোগ করে এই বর্ষপঞ্জিতে পরিবর্তন আনেন। সেই বর্ষপঞ্জিতে ফেব্রুয়ারি মাসে প্রতি ৪ বছরে একটি লিপ ডে যোগ করে রোমান বর্ষপঞ্জিকে তিনি জুলিয়ান ক্যালেন্ডারে পরিবর্তন করেন।
  • আগের বর্ষপঞ্জিগুলোর চেয়ে গড়ে জুলিয়ান বর্ষে ছিল ৩৬৫.২৫ দিন কিন্তু বাস্তবে এক বছরে ৩৬৫.২৪২২ সৌর দিন। তার মানে সেই বর্ষপঞ্জিতে এক বছরে সাড়ে ১১ মিনিট অর্থাৎ ১৩০ বছরে ১ দিনের একটা ভুল ছিল।
  • জুলিয়ান ক্যালেন্ডারের এক বছরে হারানো সেই সাড়ে ১১ মিনিট পূরণ করে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনকে মিলানোর জন্য পোপ ত্রয়োদশ গ্রেগরি ১৫৮২ খ্রিস্টাব্দের ২৪ ফেব্রুয়ারি চালু করেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তখনই ৪ বছর পর পর লিপ ইয়ার গণনার কাজটি চালু হয়।
  • যদিও পোপ ত্রয়োদশ গ্রেগরি এই নতুন বর্ষপঞ্জিটি চালু করেছিলেন এবং এটির নামকরণও করা হয়েছিল তাঁর নামে তবুও এটি কিন্তু তিনি নিজে তৈরি করেননি। সাড়ে ১১ মিনিটের সেই সমস্যাটি সমাধান করে এ বর্ষপঞ্জি তৈরি করার জন্য তিনি চিকিৎসক এলয়সিয়াস লিলিয়াস এবং জ্যোতির্বিদ ক্রিস্টোফার ক্ল্যাভিয়াসের নেতৃত্বে একটি কমিশন নিয়োগ করেছিলেন। কমিশনটির সেই সমস্যার সমাধান করতে সময় লেগেছিল পাঁচ বছর।
  • গ্রেগরিয়ান ক্যালেন্ডার নিয়ে ইউরোপে ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট দেশগুলোর মতপার্থক্যের কারণে জার্মানি ১৭০০ সাল এবং ইংল্যান্ড ও পূর্ব যুক্তরাষ্ট্র ১৭৫২ সাল পর্যন্ত এ বর্ষপঞ্জি গ্রহণ করেনি।
  • যদিও আগের বর্ষপঞ্জিগুলোর চেয়ে যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা বর্তমানে ব্যবহার করি তা অনেক নিখুঁত, তারপরও এটিতে বছরে ২৬ সেকেন্ডের একটা পার্থক্য হয় অর্থাৎ ১ দিনের পার্থক্য হবে ৩,৩২৩ বছর পর।
  • খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ চালু করেছিলেন ডায়োনিসিয়াস এক্সিগুয়াস নামে এক পুরোহিত ৫২৫ খ্রিস্টাব্দে। তবে তিনি রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সীজারের ২৮তম বছরে যীশু খ্রিস্টের জন্ম এমন একটি তথ্যের ভিত্তিতে ভুলবশত যীশু খ্রিস্টের জন্ম ১ খ্রিস্টপূর্বাব্দ উল্লেখ করেছিলেন।
  • সাত দিনের একটি সপ্তাহের প্রচলন হয়েছিল ৬০০ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ব্যাবিলনে যখন একটি নতুন চাঁদের শুরুতে প্রতি ৭ দিনে একটি পবিত্র দিন পালন করা হতো। চাঁদের প্রতিটি পর্যায়কে ৪ ভাগ করলে প্রতি ভাগে আনুমানিক ৭ দিন অর্থাৎ ৭.৩৮২৫ দিন পড়ে।
  • গ্রিকরা সপ্তাহের ৭ দিনের নাম রেখেছিল সূর্য, চাঁদ এবং পাঁচটি জানা গ্রহের নামে যেগুলোর সাথে সম্পর্ক ছিল দেবতা এরিস, হার্মেস, জিউস, আফ্রোদিতি ও ক্রোনাসের। রোমানরা পরবর্তীতে সেগুলোকে তাদের সমকক্ষ দেবতাদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখে ডিয়েস সোলিস, ডিয়েস লুনা, মার্স, মার্কারি, জুপিটার, ভেনাস ও স্যাটার্ন। তারপর ৭ দিনের সপ্তাহকে ৩২১ খ্রিস্টাব্দে সরকারিভাবে ঘোষণা করেন প্রথম খ্রিস্টান রোমান সম্রাট কন্সটানটাইন।
  • মাসের নামগুলো এসেছিল এইভাবে- জানুয়ারি জেনাস দেবতার, ফেব্রুয়ারি ফেব্রুয়াস দেবতার, মার্চ মার্স দেবতার, এপ্রিল আফ্রোদিতি দেবতার, মে মাইয়া দেবতার, জুন জুনো দেবতার, জুলাই রোমান শাসক জুলিয়াস সিজারের নাম এবং সেপ্টেম্বর ল্যাটিন সাত, অক্টোবর ল্যাটিন আট, নভেম্বর ল্যাটিন নয় ও ডিসেম্বর ল্যাটিন দশ থেকে।
পূর্ববর্তী নিবন্ধশিশুর কোলাহল
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সাধারণ সভা