দেশের সবচেয়ে বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের ইউনিভার্সেল জিন্স। চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত কারখানাটি এক বছরে ১৯৫.৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে দেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। প্যাসিফিক জিন্স গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ১৯৮৪ সালে। বর্তমানে কারখানাটিতে ৩৫ হাজার লোকবল কাজ করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা দেশের রপ্তানি তথ্য পর্যালোচনা করে গত ২৯ ডিসেম্বর শীর্ষ রপ্তানিকারকদের যে তালিকা প্রকাশ করেছে তাতে ইউনিভার্সেল জিন্সকে দেশের সবচেয়ে বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান বলে উল্লেখ করে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ তানভীর জানান, ২০১৯–২০২০ সালের রপ্তানির জন্য আমাদের প্রতিষ্ঠান দেশের সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি একক প্রতিষ্ঠান হিসেবে ২০১৯–২০২০ অর্থবছরে ১৯৫.৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে, যা একক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে সর্বোচ্চ। প্রতিষ্ঠানের এ অর্জনের পেছনে তার বাবা মরহুম মোহাম্মদ নাছির উদ্দীন এবং সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।