মীরসরাইয়ে ২১০জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয়মেলা মঞ্চে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
অনুষ্ঠানে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, মীরসরাই উপজেলা থেকে ১৯৭১ সালে সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেকে প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনবাজি রেখে সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেন। পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে জীবনবাজি রেখে গেরিলা যোদ্ধারা যুদ্ধ করেছে। অথচ যুদ্ধ পরবর্তীতে তাদের কোন খেতাব দেওয়া হয়নি। সেনাবাহিনী পেল বীর উত্তম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ। আমি যে সব যোদ্ধা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের খেতাবের ব্যবস্থা গ্রহণ করবো। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, প্রধান সমন্বয়ক চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন দিদার, যুব ও ক্রীড়া সম্পাদক আবু তাহের, মীরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।