ফটিকছড়িতে চিরকুট লিখে রাবেয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহত্যার ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না। নিহত রাবেয়া বেগম আলমপুর গ্রামের নেজাম উদ্দীনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “নেজামের স্ত্রীর আত্মহত্যার ঘটনা শুনেছি তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানি না।”
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল বলেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এরকম একটি চিরকুট লিখে বাগান বাজারে এক গৃহবধূ আত্মহত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করি। তবে তার পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।”