আঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সভা

| বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর (.) ব্যবস্থাপনায় আসন্ন মহান ১০ মাঘ মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (.) প্রকাশ হযরত সাহেব কেবলার বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আঞ্জুমানমোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী এবং ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

গত ২৪ ডিসেম্বর মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলস্থ হাসনাইন কমপ্লেঙের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (.)। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ তানজীদ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুপারভিশন কমিটির সভাপতি মুহাম্মদ আবু সুলতান, মুখ্য সমন্বয়ক মাসুদ মাহমুদ, রুমী সুলতান, মুহাম্মদ আফাজ উদ্দীন প্রমুখ। মাওলানা মোহাম্মদ ইউসুফের মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাব্য শৈলীর গল্প শোনা
পরবর্তী নিবন্ধএরাবিয়ান লিডারশিপ মাদরাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান