আগুনে পুড়ল ৩ দোকান

বাঁশখালী চাম্বল বাজার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার চাম্বলে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। গত বুধবার দুপুর ২টায় চাম্বল বাজারের দক্ষিণ পাশের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, বাজারের চাম্বল-ছনুয়া বেডিং হাউসে (বেড় কম্বলের দোকানে) সংস্কার কাজ করার সময় আগুনের সূত্রপাত হলে মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের দোকান মো. মিজানের যমুনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাশপ ও মো. হারুনের ফার্নিচারের দোকানে আগুন লাগে।

অপরদিকে পাশের এন.এস ইলেকট্রনিক্স গ্যালারির ওয়াল্টনের শো-রুমের সামান্য ক্ষতি হয়। স্থানীয়দের পাশাপাশি বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বশর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়।

এতে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের সমুজ্জ্বল বীরত্বের গাথা
পরবর্তী নিবন্ধশিল্পী আনখ সমুদ্দুরের একক চিত্র প্রদর্শনী শুরু