একসঙ্গে ৬ সন্তান প্রসব, বাঁচল না কেউ

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন তাছলিমা আক্তার (২৫) নামে এক নারী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সন্তানগুলোর জন্ম হয়। ৬ জনেরই নরমাল ডেলিভারি হয়।

জন্ম নেওয়া ৬ জনের মধ্যে ৪ ছেলে ও ২ কন্যা সন্তান। ৬ নবজাতকের পিতা জাহাঙ্গীর আলম। তার বাড়ি নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের দুলা বাপের বাড়ি।

হাসপাতালের দায়িত্বরত আবাসিক গাইনী চিকিৎসক ফাতেমাতুজ জোহরা জানান, একই সাথে ৬ সন্তানের জন্ম দেওয়া মা সুস্থ আছেন। তবে জন্মের দেড় ঘণ্টা পর সব শিশু মারা যায়।

নবজাতকদের মা তাছলিমা আক্তার সাংবাদিকদের বলেন, আমি কল্পনাও করিনি কখনো একাধিক সন্তান জন্ম দেব।

পূর্ববর্তী নিবন্ধসরকারি মহিলা কলেজে বাগান করে দিল ইউসিবি
পরবর্তী নিবন্ধপেট ব্যথার রোগীকে একদিনে দুইবার অপারেশন, মৃত্যু