চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেন ৯.২৮ কোটি টাকা। ১,৪৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৭০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৪৪৬.০৫ পয়েন্টে।
সিএসই-৫০ মূল্যসূচক ০.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২৫.৩১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ০.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭১.৯৪ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক ৪০.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,০০১.৮৯ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৬,৬৫৭.২৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৯,৫০৬.২২ কোটি টাকায়।
সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩০ টির, কমেছে ৩৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির।