বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তা তহবিল থেকে প্রাপ্ত উপহার (কম্বল) বোয়ালখালী পৌরসভার দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. নাছের আলী, পৌরসচিব মো. মোশারফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌরমেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষদের ভালোবাসেন বলেই প্রতিবছর শীতকাল আসার পূর্বেই দুস্থ অসহায়দের জন্য শীতবস্ত্র পাঠিয়ে দেন। এবারও তিনি এই উপহার পাঠিয়েছেন। আমরা চাই সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ এই শীতেও ভালোভাবে রাতযাপন করুক। এজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

মিনহাজ উল কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন : মহান বিজয় দিবস উপলক্ষে মিনহাজ উল কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা ও শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান ১৬ ডিসেম্বর ৫নং মোহরা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সমাজসেবক এম এ সবুর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ মুহাম্মদ তারিকুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চসিক মোহরা ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহাজ-উল-কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মিনহাজ উল কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী, মিনহাজুল কুরআন ঢাকা বিভাগের উপদেষ্টা এএম মাসুদুল ইসলাম বাচ্চু, সমাজসেবক মাওলানা আলী রেজা, মিনহাজ উল কুরআন মডার্ন মাদরাসার পরিচালক মাওলানা আইয়ুব কাদেরী।

চাঁন্দগাও প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি শিউলি আচার্য ও সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় এতে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচীনে কোভিডে ১০ লাখেরও বেশি মৃত্যু হতে পারে আগামী বছর
পরবর্তী নিবন্ধস্মাইল বাংলাদেশের পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ