হে মাহবুব! আপনার নিকট ‘ফাতওয়া’ জিজ্ঞাসা করেছে। সুতরাং আপনি বলে দিন! ‘আল্লাহ্্ তোমাদেরকে পিতা ও সন্তানবিহীন ব্যক্তি সম্বন্ধে ‘ফাতওয়া’ দিচ্ছেন-
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১৭৭) সূরা নিসা।
আত্মগর্ব এমন একটি জঘন্য পাপ, যাহা সত্তর বৎসরের নেক আমলকে বরবাদ করিয়া দেয়।
– আল-হাদিস (দায়লামী)।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।
– জজি হল্যান্ড।