চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি ও স্বাস্থ্যকর্মীদের ১ম ব্যাচের কর্মশালা গতকাল মঙ্গলবার সকালে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতর চৌধুরী বলেন, মা ও শিশুর জীনব রক্ষায় ইপিআই কর্মসূচি একটি জনমূখী ও স্বাস্থ্য সেবামুলক কর্মযজ্ঞ। যা আজ সারা বিশ্বে প্রশংসিত।
তিনি বলেন, সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি, বে-সরকারি সংস্থার সহযোগিতায় এই ইপিআই কার্যক্রমগুলো নগরীর ৪১টি ওয়ার্ডে ০৭টি ইপিআই জোনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ইপিআই সদর দপ্তরের গাইড লাইন অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন-চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, জোনাল মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী, ন্যাশনাল আরবান স্পেশাল্টি ইউনিসেফের ডা. প্রসূন রায়, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।