রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সলিম উল্লাহ (৩০) ও মো. রিদুয়ান (২৬) নামে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে তারা চিহ্নিত সন্ত্রাসী। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উখিয়ার বালুখালী ৮ ইস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলির খোসা, ১টি ধারালো ছুরি ও ২টি লোহার পাইপ জব্দ করে বলে জানা যায়।
এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, উখিয়ার বালুখালী
ক্যাম্পে ৬০–৭০ জন রোহিঙ্গা দুষ্কৃতিকারী সমবেত হয়ে সাধারণ রোহিঙ্গাদের আক্রমণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ২টি লাশ উদ্ধার করা হয়। নিহত দুজনই তালিকাভুক্ত রোহিঙ্গা দুষ্কৃতিকারী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে ৮ ইস্ট ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশ–পুলিশ বলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে পুলিশ ৭৩ রাউন্ড গুলি ছুড়ে বলে জানান তিনি।