মরুর বুকে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগালে বিপক্ষে মাঠে নামছে মরক্কো। শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় শেষ চার নিশ্চিতের লড়াইয়ে কাতারের আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
চলতি বিশ্বকাপে ইতিহাস গড়ে মরক্কো শেষ আটে উঠেছে। এবারই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলবে আফ্রিকান দলটি। আফ্রিকার সিংহরা নকআউটে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছে।
অন্যদিকে গ্রুপ পর্বে চোখ ধাঁধানো চমক না থাকলেও নক-আউটে এসে চমকে দিয়েছে ইউরোপের অন্যতম পরাশক্তি পর্তুগাল। শেষ ষোলোতে ৬-১ গোলে সুইজারল্যান্ডকে হারায় ফার্নান্দো সান্তোসের দল।
তবে এই ম্যাচে ছিলেন না অন্যতম বিশ্বসেরা তারকা রোনালদো। তবে এই ম্যাচেও শুরুর একাদশে তার থাকা নিয়ে কানাঘুষা চলছে।