নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকার একটি ডোবা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার নাম আবদুর রব (৬৫) বলে জানা গেছে।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকালের দিকে এমএ আজিজ রোডের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে বিকেলে থানায় বৃদ্ধের ছেলে আজগর আলী (৩৫) একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর জানান, আবদুর রব নগরীর উত্তর পতেঙ্গার জিএম কলোনিতে থাকতেন।
তিনি অসুস্থ ও প্যারালাইসিসের রোগী ছিলেন। কাউকে কিছু না বলে প্রায় সময় বাসা থেকে বের হয়ে যেতেন তিনি।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে তিনি ডোবার পাশে হেঁটে যাওয়ার সময় পড়ে গিয়ে মারা গেছেন।