কাপ্তাইয়ে পিকনিক বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ১০:১২ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পিকনিক বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরেক যুবক মারাত্মক আহত হয়েছেন। নিহত যুবকের নাম আব্দুল্লাহ আল হাসিব (২২)।

তিনি কাপ্তাই পাল্পউড জামে মসজিদের পেশ ইমাম কাজী মাহাবুবর রহমানের পুত্র। আহত মোটরসাইকেল আরোহী রিয়াজুল ইসলামকে (৩০) প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, আজ শুক্রবার চট্টগ্রাম থেকে দু’টি বাসে চড়ে প্রায় একশ’ পর্যটক কাপ্তাইয়ের একটি বিনোদন কেন্দ্রে পিকনিকে আসেন। পিকনিক শেষে তারা চট্টগ্রাম ফিরে যাওয়ার সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর নামক স্থানে মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ হয়।

এসময় আব্দুল্লাহ আল হাসিব বন্ধু রিয়াজুল ইসলামকে নিয়ে কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি থেকে নিজ বাসার দিকে যাচ্ছিলেন। সংঘর্ষের পর পিকনিকের বাস নিয়ে চালক দ্রুত চট্টগ্রামের দিকে পালিয়ে যাচ্ছিল। তবে স্থানীয় ইউপি মেম্বার সরোয়ার হোসেন কাপ্তাই থানাকে ঘটনাটি অবহিত করলে থানার পক্ষ থেকে কয়েকটি পিকনিকের বাসের গতিরোধ করা হলেও কোন বাসের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে তাৎক্ষণিক তা জানা যায়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে।

রাত ৯টা পর্যন্ত এই ঘটনায় থানায় মামলা হয়নি বলে কাপ্তাই থানা সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপেনাল্টিতে দুই গোল বাঁচিয়ে সেমিতে ক্রোয়েশিয়া