চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল কর্পোরেট টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্প্রতি সম্পন্ন হয়েছে। ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে চ্যম্পিয়ন হয়েছে সিটি ব্যাংক লিঃ দল এবং রানার্স আপ হয়েছে চিটাগাং ক্লাব গ্রীন দল। গত ৫ ডিসেম্বর ক্লাব লনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। শুভেচ্ছা বক্তব্য রাখেন টেবিল টেনিস ও ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা।
টুর্নামেন্টের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ) এর পরিচালনায় অনুষ্ঠানে ক্লাব জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাশেম (নান্নু), আজিজুল হাকীম, মাহাবুবুল কবির খান (শান্তুনু), সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু), সৈয়দ আরশাদুল হক, ব্যাডমিন্টন সাব কমিটির কনভেনার ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার সহ বহু ক্লাব মেম্বার সপরিবারে উপস্থিত ছিলেন।