প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চসিকের উদ্যোগ ছিল অত্যন্ত কার্যকরী

মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমন ও পলোগ্রাউন্ডের জনসভা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও সফল বাস্তবায়ন করায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার রাতে মেয়রের বহদ্দারহাটস্থ নিজ বাসভবনে মেয়রকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দোভাষ, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবশে সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চসিকের উদ্যোগ ছিল অত্যন্ত কার্যকরী। নেত্রীর আগমনকে স্বাগত জানাতে সিটি কর্পোরেশন দ্রুত রাস্তাঘাট মেরামত ও মসৃণ করে দিয়েছে, সমাবেশস্থল ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাকে উপর্যুপরি পরিস্কার ও পরিচ্ছন্ন রাখা হয়েছে, নালা নর্দমাকে পরিস্কার- দুর্গন্ধমুক্ত ও মশকমুক্ত রাখা হয়েছে, সড়ক বাতি মেরামত ও অতিরিক্ত ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে, সমাবেশস্থলসহ আশপাশের বিস্তৃত এলাকাকে সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে, জনসভায় আগতদের জন্য পর্যাপ্ত হারে অস্থায়ী টয়লেট স্থাপন, পলোগ্রাউন্ডের ভেতরে বাইরে পানির ভাউজার ও ভ্যানের মাধ্যমে একলক্ষ বোতল মিনারেল ওয়াটার ও পর্যাপ্ত খাবার পানি সরবরাহ, চিকিৎসা সহায়তা বুথ স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে জনসভাস্থলে জেনারেটর স্থাপন, বিভিন্ন গুরত্বপূর্ণ মোড়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, অস্থায়ী বিল বোর্ড স্থাপন, এলইডি স্ক্রিনে উন্নয়ন প্রতিবেদন প্রচার, সড়কের ডিভাইডার ও ভাস্কর্য রং করা, ফুটপাত ও মিডিয়ানের ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করেছে।

সিটি কর্পোরেশনের এ আন্তরিকতাপূর্ণ উদ্যোগ জনসভাকে নির্বিঘ্ন, সৌন্দর্যমণ্ডিত ও সফল করতে কার্যকর অবদান রেখেছে। তাছাড়া জনসভা শেষ হওয়ার পর স্বল্প সময়ের মধ্যেই জনসভাস্থলের চারপাশে কয়েক কিলোমিটার এলাকাকে বর্জ্য ও আবর্জনামুক্ত করেছে সিটি কর্পোরেশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি লোকপ্রশাসন বিভাগের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধনদী নিয়ে গবেষণারত চবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান