দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, দেশভাগের অত্যন্ত কঠিন সময়ে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের সব সময় সাহস ও প্রেরণা জোগায়। তিনি আরো বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অসামপ্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়ার রূপকার।
গতকাল সোমবার আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, এ কে এম আবদুল মতিন চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, গোলাম ফারুক ডলার, ডা. তিমির বরণ, আবদুল কাদের সুজন, শাহনেওয়াজ হায়দার শাহীন, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, নাসির আহমদ, নুরুল আমিন চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, জীবন আরা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।