নগরীর পলোগ্রাউন্ড মাঠে গতকাল আওয়ামী লীগের জনসভা থেকে চট্টগ্রামের ২৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া এসব প্রকল্পের মোট ব্যয় ৩ হাজার ৩৯৮ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে উদ্বোধন হওয়া ২৯ প্রকল্পের ব্যয় ১ হাজার ৮৯৭ কোটি ৬১ লাখ টাকা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া প্রকল্পের ব্যয় ১ হাজার ৫০১ কোটি ৪ লাখ টাকা।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প; সন্দ্বীপ উপজেলার পোল্ডার নং ৭২ এর ভাঙনপ্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষা কাজের মাধ্যমে পুনর্বাসন (১ম সংশোধিত) প্রকল্প ও বাঁশখালী উপজেলার পোল্ডার নং ৬৪/১এ, ৬৪/১বি এবং ৬৪/১সি এর সমন্বয়ে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত); কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সীতাকুণ্ড, ফটিকছড়ি ও রাউজানের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ; কোতোয়ালীর দারুল উলুম আলীয়া মাদ্রাসার একটি ৬ তলা ভবন এবং সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুলে ৫ তলা ভবন ও ৪ তলা প্রশাসনিক ভবন; ওয়ার্কশপ, একতলা সার্ভিস এরিয়া ও বৃষ্টির পানি সংরক্ষণসহ ভবন নির্মাণ কাজ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নাসিরাবাদ শিক্ষানবিসি প্রশিক্ষণ দপ্তর সংস্কার ও আধুনিকায়ন প্রকল্প।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে বাস্তবায়ন হওয়া কোতোয়ালীর গুল-এজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণ কাজ; কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণ কাজ; চট্টগ্রাম সরকারি কলেজে ১০ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ; পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২য় থেকে ৬ষ্ঠ তলা ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ; কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণ কাজ; পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণ কাজ; সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের লালদিঘি মাঠের ৬ দফা মঞ্চ নির্মাণসহ সংস্কারকাজ; মীরসরাইয়ের করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের নির্মাণ কাজ; পাঁচলাইশের বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবনের নির্মাণ কাজ; বোয়ালখালীর হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণ কাজ; পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের নির্মাণ কাজ; সন্দ্বীপের সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণ কাজ; ডবলমুরিংয়ের সরকারি সিটি কলেজের ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ এবং খুলশীর সিএমপি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের নির্মাণ কাজ।
এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বাস্তবায়িত মীরসরাইয়ের হিংগুলি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজ; লোহাগড়ায় চুনতি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজ; শিল্প মন্ত্রণালয়ের বিটাক চট্টগ্রাম কেন্দ্রের নারী হোস্টেল নির্মাণ কাজ; কৃষি মন্ত্রণালয়ের দেওয়ানহাটে হর্টিকালচার সেন্টার প্রশিক্ষণ ও অফিস ভবন এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট সংগ্রহ প্রকল্প ও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট সংগ্রহ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ভিত্তি স্থাপন করা ৬টি প্রকল্প হলো, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চট্টগ্রামে অবস্থিত বিপিসি ভবন নির্মাণ; কৃষি মন্ত্রণালয়ের পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন; নৌ পরিবহন মন্ত্রণালয়ের মীরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষাঙ্গিক স্থাপনাদি নির্মাণ; ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বাঁশখালী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পতেঙ্গা মাস্টার দা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ১০ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ এবং বন্দর ধানাধীন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ১০ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ।