ভারতে বেকারত্বের হার ৩ মাসে সর্বোচ্চ

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৯:০৪ পূর্বাহ্ণ

ভারতে বেকারত্ব বেড়েছে। নভেম্বরে দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশে, যা গত তিন মাসে সর্বোচ্চ। ভারতের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর বাংলানিউজের।

সিএমআইইএর পরিসংখ্যান বলছে, ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার ৭ দশমিক ২১ শতাংশ থেকে বেড়ে নভেম্বরে ৮ দশমিক ৯৬ শতাংশে পৌঁছেছে। যদিও গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ৮ দশমিক ০৪ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৫৫ শতাংশে নেমেছে। অক্টোবরের মতো নভেম্বরেও দেশটির সর্বোচ্চ বেকারত্বের হার হরিয়ানায় ৩০ দশমিক ৬ শতাংশ। ২৪ দশমিক ৫ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রাজস্থান। এরপর জম্মু ও কাশ্মিরে ২৩ দশমিক ৯ শতাংশ, বিহারে ১৭ দশমিক ৩ শতাংশ ও ত্রিপুরায় ১৪ দশমিক ৫ শতাংশ।

নভেম্বরে সর্বনিম্ন বেকারত্বের হার ছিল ছত্তিশগড়ে ০ দশমিক ১, উত্তরাখণ্ডে ১ দশমিক ২, ওডিশা ১ দশমিক ৬, কর্ণাটক ১ দশমিক ৮ ও মেঘালয়ে ২ দশমিক ১ শতাংশ। এর আগে অক্টোবরে ভারতে বেকারত্বের হার ছিল ৭ দশমিক ৭৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৪৩ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর নিউ ইয়র্ক, সিঙ্গাপুর
পরবর্তী নিবন্ধযুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে বসতে প্রস্তুত : বাইডেন