মীরসরাইয়ে মহাসড়কের পাশ থেকে পেপার মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরের লতিফীয়া গেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পথচারী মো. ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে লতিফীয়া গেইটের দক্ষিণে মহাসড়কের
পশ্চিম পাশে ফুটপাতে পেপার মোড়ানো একটি বস্তু দেখতে পাই। এরপর স্থানীয় কয়েকজন মিলে আমরা পেপার খুলে দেখতে পাই ভেতরে একটি নবজাতকের মরদেহ। শিশুটির মাথার একপাশে থেতলানো। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, স্থানীয় লোকজন খবর দিলে মহাসড়কের পাশ থেকে পেপার মোড়ানো একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো প্রসূতি সদ্য নবজাতককে এখানে ফেলে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে প্রেরণ করা হচ্ছে।