৩২ বছর পর রায়ে সাবেক মেয়রসহ ছয় জনের যাবজ্জীবন

খায়রুল আমিন হত্যা মামলা

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ৯:৪৩ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩২ বছর পর কক্সবাজারের সাবেক জেলা পরিষদ সদস্য ও জাতীয় পার্টি নেতা মহেশখালীর আলোচিত খায়রুল আমিন সিকদার হত্যা মামলার রায় দিয়েছে আদালত। ঘোষিত রায়ে মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম, তার তিন ভাই জহির উদ্দিন, নাসির উদ্দিন ও হামিদুল হক, মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম ও সাধন চন্দ্র দেকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সাথে মামলার বাদবাকি ২০ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কঙবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে সাধন চন্দ্র ছাড়া বাকি ৫ জনসহ খালাসপ্রাপ্ত অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৯০ সালের ৯ এপ্রিল মহেশখালী উপজেলা সদরের গোরকঘাটা বাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে নিহত হন তৎকালীন জেলা পরিষদ সদস্য ও তরুণ রাজনীতিক খায়রুল আমিন সিকদার (২৮)। কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা

জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সুলতানুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯০ সালের ৯ এপ্রিল রমজানের সময় দিনেদুপুরে গোরকঘাটা বাজারের চৌরাস্তার মোড়ে একটি ফার্মেসিতে বসা অবস্থায় খায়রুল আমিন সিকদারকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর তার ভাই মাহমুদুল হক বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হলে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তা ২০০২ সালে বিচারের জন্য আদালতে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের গত ১০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করে আদালত। প্রথমে ২৪ নভেম্বর ও পরে তারিখ পরিবর্তন করে ১ ডিসেম্বর রায়ের দিন চূড়ান্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধপিঠা-পুলিতে ধানকাটা উৎসব
পরবর্তী নিবন্ধনিখোঁজের ৪ দিন পর বাড়ির নালায় মিলল গৃহবধূর লাশ