মাঠে দুটি অস্থায়ী হাসপাতাল স্থাপন প্রস্তুত থাকছে আইসিইউ অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রীর জনসভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ৯:৩১ পূর্বাহ্ণ

আগামী ৪ ডিসেম্বর (রোববার) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠের জনসভায়। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে তৎপর চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগও। জরুরি চিকিৎসায় ওই দিন জনসভার মাঠে দুটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করছে সিভিল সার্জন কার্যালয়। যেখানে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ জরুরি সেবার সব আয়োজন রাখা হচ্ছে। এছাড়া ৬টি মেডিকেল টিমের পাশাপাশি প্রস্তুত রাখা হচ্ছে দুটি অ্যাম্বুলেন্সও।

এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী

আজাদীকে বলেন, জনসভাস্থলে আমরা দুটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করছি। প্রতিটিতে ৫ শয্যার করে মোট ১০ শয্যার। কার্ডিওলজিস্ট ও মেডিসিনের ডাক্তারসহ প্রয়োজনীয় ডাক্তারনার্স হাসপাতালে দায়িত্ব পালন করবেন। এছাড়া ৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। চারজন ডাক্তার, একজন নার্স ও একজন কর্মচারীসহ প্রতিটি টিমে ৬ জন করে সদস্য রাখা হয়েছে। এর বাইরে ২টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

চমেক হাসপাতালের ১৪ সদস্যের মেডিকেল টিম : প্রধানমন্ত্রীর সফরের দিনে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ১৪ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও দুজন সিনিয়র নার্স রাখা হয়েছে টিমে। এছাড়া আইসিইউ অ্যাম্বুলেন্সসহ চার সদস্যের আরো একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হচ্ছে। এসব তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজাদীকে বলেন, জরুরি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুতি রাখছি। হাসপাতালে একটি ভিভিআইপি কেবিন প্রস্তুত রাখা হয়েছে। অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১৪ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আইসিইউ অ্যাম্বুলেন্সসহ আরো একটি মেডিকেল টিম প্রস্তুত থাকবে। সবমিলিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।

পূর্ববর্তী নিবন্ধসিইউএফএল চালুতে অনিশ্চয়তা
পরবর্তী নিবন্ধজার্মানির বিদায়, জাপান নক আউট পর্বে