বৃহত্তর ঢাকা সমিতির উদ্যোগে বাংলাদেশ নেভী স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের প্রিন্সিপাল ক্যাপ্টেন জাহাঙ্গীর খান এনপিপির অবসরে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ২৯ নভেম্বর বিকালে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভাই ডক লিঃ ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম মাকছুদ আলম, সমিতির সহ–সভাপতি ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, প্রচার সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহানারা বেগম, সহ–সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, কার্যকরী নির্বাহী সদস্য পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, মোহাম্মদ আলমগীর সরকার, মোহাম্মদ আজিজুল হক রাজু। সূচনা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত বক্তিত্ব প্রিন্সিপাল ক্যাপ্টেন জাহাঙ্গীর খান।
সংবর্ধনা অনুষ্ঠানে কমডোর এম মাকছুদ আলম বলেন, প্রিন্সিপাল ক্যাপ্টেন জাহাঙ্গীর খান বাংলাদেশ নৌবাহিনীর একজন চৌকশ কর্মকর্তা ও বাংলাদেশ নেভী স্কুল এন্ড কলেজের দক্ষ শিক্ষক হিসেবে চট্টগ্রামে বেশ সুনাম ও ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর মতো শিক্ষকের আদর্শ অনুসরণের উপর গুরুত্বারোপ করেন তিনি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য বৃহত্তর ঢাকা সমিতিকে কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সদ্য মৃত্যুবরণকারী সংগঠনের সাবেক কার্যনির্বাহী সদস্য মরহুম মোহাম্মদ মোসলেম, মরহুম ডা. মোহাম্মদ আইয়ূব মিঞা (রানা), মরহুম ইঞ্জিনিয়ার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও অধ্যাপিকা ফরিদা খানমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা নাছির উল্লাহ মুন্সী। প্রেস বিজ্ঞপ্তি।











