আমার দেশ

অনন্যা বড়ুয়া | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

(৩১,৭১৭)

সোনার মতো স্বদেশ আমার

মায়ের মতো দেশ,

এই দেশেতে জন্ম আমার

নেই তো খুশির শেষ।

সবুজ, শ্যামল শস্য ভরা

নদী, খালে মাছে ভরা,

এই তো আমার দেশ

নেই তো খুশির শেষ।

পদ্মা নদীর মাঝির গানে

সকাল বেলার পাখির তানে,

ভোরের রবি উঠে

লাঙল কাঁধে কৃষক মাঠে ছোটে।

এই তো আমার দেশ

নেই তো খুশির শেষ।

পূর্ববর্তী নিবন্ধশীত এলো
পরবর্তী নিবন্ধআনন্দের দিন