তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যা হচ্ছে নিজের সীমাবদ্ধতা সম্বন্ধে জানা এবং সেই সীমাবদ্ধতা সংশোধনের চেষ্টা করা। তিনি সম্প্রতি নগরের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ আয়োজিত ‘করপোরেট টক’ অনুষ্ঠানে মূল বক্তার বক্তব্যে এই কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের। অনুষ্ঠানে মূল বক্তার জীবনবৃত্তান্ত তুলে ধরেন একই অনুষদের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার। অনুষ্ঠানে একটি উম্মুক্ত প্রশ্নোত্তর পর্বও রাখা হয়। মূল বক্তা জহির উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের সেসব প্রশ্নের উত্তর দেন। বিবিএ’র শিক্ষার্থী জামিলা আক্তারের প্রাণবন্ত উপস্থাপনা হলভর্তি দর্শকদের নজর কাড়ে। এতে সিআইইউর ব্যবসায় অনুষদের শিক্ষক–শিক্ষিকা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ব্যবসায় অনুষদের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।