ফুটবল বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও কাতার। আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচের আগেই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আয়োজক দেশ কাতারের। প্রথম ম্যাচে ২-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে হারে স্বাগতিকরা। অন্যদিকে একটি জয় ও একটি ড্র নিয়ে গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। এই ম্যাচে জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে তাদের।
শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে ডাচরা। নিজেদের জায়গাটা আরও শক্ত করতেই রাতে মাঠে নামবে লুই ভন গালের শিষ্যরা। বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস ও কাতার।