বেলজিয়াম সমর্থকরা শক্তি–সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা মরক্কোর বিপক্ষে নিজেদের হার মেনে নিতে পারেননি। কেভিন ডে ব্রুইনে, এদের আজারদের হারে ক্ষুব্ধ ভক্তরা নেমে আসেন রাস্তায়। এতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়ে যায় দাঙ্গা। কাতার বিশ্বকাপ রোববার সাক্ষী হয় আরেকটি অঘটনের। ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে ২–০ গোলে হারিয়ে দেয় ২২ নম্বরের মরক্কো। যার ফলে শেষ ষোলোয় যাওয়ার পথে বড় ধাক্কা খায় রবের্তো মার্তিনেসের দল। ওই হারের পর ব্রাসেলসে কিছু মানুষ একটি গাড়ি ও কয়েকটি বিদ্যুৎ চালিত স্কুটারে আগুন ধরিয়ে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডজনখানেক মানুষকে আটক পরে পুলিশ এবং একজনকে গ্রেপ্তার করে। বেলজিয়ামের রাজধানী জুড়ে বেশ কয়েকটি জায়গায় দাঙ্গা সংঘটিত হয়। যেখানে কয়েক ডজন ফুটবল অনুরাগী, পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কারো কারো গায়ে জড়ানো ছিল মরক্কোর পতাকা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আপাতত সবকিছু ঠিকঠাক আছে। ‘দাঙ্গাকারীরা পাইরোটেকনিক সামগ্রী, প্রজেক্টাইল ও লাঠি ব্যবহার করে এবং পাবলিক হাইওয়েতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও আতশবাজিতে মুখে জখম হয় এক সাংবাদিকের। এই কারণেই পুলিশের হস্তক্ষেপে জলকামান মোতায়েন এবং কাঁদুনে গ্যাস ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
আগামী বৃহস্পতিবার গত আসরের রানার্স–আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম। ম্যাচটি জিতলে শেষ ষোলোয় জায়গা করে নেবে তারা। ড্র করলেও থাকবে সুযোগ, তবে চেয়ে থাকতে হবে অন্য ম্যাচে কানাডা জয় ও আরও কিছু সমীকরণের দিকে।