জিতলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত- এমন সমীকরণে ম্যাচ জুড়ে নিজেদের হারিয়ে খুঁজলেন এদেন আজার, কেভিন ডে ব্রুইনেরা। চোট কাটিয়ে শেষ দিকে ফিরলেন বেলজিয়ামের রেকর্ড গোলদাতা রোমেলু লুকাকু। কিন্তু শেষ রক্ষা হলো না। দ্বিতীয়ার্ধের দুই গোলে তাদের চমকে দিয়ে অসাধারণ এক জয় তুলে নিল মরক্কো।
আরেকটি অঘটনের সাক্ষী হলো কাতার বিশ্বকাপ। আল থুমামা স্টেডিয়ামে রোববার ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে ২-০ গোলে হারাল ২২ নম্বরের মরক্কো।
দুই যুগ পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল আফ্রিকার দেশটি। সবশেষ ১৯৯৮ সালের আসরে স্কটল্যান্ডকে হারিয়েছিল তারা।