এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে আজ রাত ১টায় মাঠে নামবে মেক্সিকোর বিরুদ্ধে।
৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা দলের জন্য এমন হার বড় একটি ধাক্কা।
গত কয়েক বছর ধরে একটু একটু করে সেই আর্জেন্টিনাকে গড়ে তোলেন লিওনেল স্কালোনি। একাদশও ছিল প্রায় কাছাকাছি।
দ্বিতীয় ম্যাচের জন্য একাদশে এনেছেন বড় রদবদল। সৌদি ম্যাচের একাদশে থাকা চার ফুটবলারকে মেক্সিকোর বিপক্ষে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। সেন্টার ব্যাকে অনুমিতভাবেই ক্রিস্তিয়ান রোমেরার জায়গায় এসেছেন লিসান্দ্রো মার্তিনেসকে।
এর বাইরে ফুলব্যাক পজিশনে নিকোলাস তাগ্লিয়াফিকো বাদ পড়েছেন। তার জায়গা নিয়েছেন মার্কোস আকুনা। সেন্ট্রাল মিডফিল্ডে দলের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা লিয়ান্দ্রো পারেদেসও নেই মেক্সিকোর বিপক্ষে, তার জায়গায় খেলবেন গুইদো রদ্রিগেস। নিকোলাস গঞ্জালেসের বদলে শুরু করবেন ম্যাক অ্যালিস্তার।
মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস
গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনা
রদ্রিগো দি পল, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার
দি মারিয়া, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি