শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল পোল্যান্ডও

আজাদী অনলাইন | শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ৯:২৩ অপরাহ্ণ

পুরো ম্যাচে আক্রমণে দাপট দেখিয়ে সুযোগও বেশি তৈরি করেছিল সৌদি আরব। তারপরও প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দেওয়া এশিয়ায় দলটি এবার তেমন কিছুই করতে পারল না। বরং ব্যর্থ হলো পেনাল্টি কাজে লাগাতে, তালগোল পাকাল রক্ষণে।

অবশেষে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেলেন রবের্ত লেভানদোভস্কি। দারুণ জয়ে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল পোল্যান্ড।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ শনিবার (২৬ নভেম্বর) বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পোলিশরা।

পিওতর জেলিনস্কি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান তাদের রেকর্ড গোলদাতা লেভানদোভস্কি। পেনাল্টি সেভ করে বড় অবদান রাখেন ভয়চেখ স্ট্যাসনি।

আসরে প্রথম জয়ের দেখা পাওয়া পোল্যান্ড প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।

জিতলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত- এই সমীকরণে খেলতে নেমে ত্রয়োদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় সৌদি আরব। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে জোরাল শট নেন মোহামেদ কাননো। বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক স্ট্যাসনি।

২৭তম মিনিটে কর্নারে পোল্যান্ডের ক্রিস্টিয়া বেইলিকের হেড ছিল সঠিক পথে, তবে হেডেই গোললাইন থেকে বিপদমুক্ত করেন সৌদি আরবের সালেহ আল-শেহরি।

৩৯তম মিনিটে এগিয়ে যায় পোল্যান্ড। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পান লেভানদোভস্কি। তবে গোলরক্ষক এগিয়ে আসায় শট নিতে পারেননি তিনি। বাইলাইনের কাছাকাছি থেকে বার্সেলোনা ফরোয়ার্ডের কাটব্যাকে জোরাল শটে বল জালে পাঠান জেলিনস্কি।

খানিক পরই ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের ফাউলে সৌদি আরবের আল-শেহরি পড়ে গেলে ভিএআর-এর সাহায্যে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে সেলিম আল-দাওসারির শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান স্ট্যাসনি। ফিরতি বলে শট নেন মোহাম্মেদ আল-বুরাইক, বল স্ট্যাসনির হাত ছুঁয়ে ক্রসবারের উপর দিয়ে যায়।

৫৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় সৌদি আরব। জটলার ভেতর কাছ থেকে আল-দাওসারির প্রচেষ্টা পা দিয়ে ঠেকান ইউভেন্তুস গোলরক্ষক স্ট্যাসনি।

৬৩তম মিনিটে ভাগ্যের ফেরে ব্যবধান দ্বিগুণ হয়নি পোল্যান্ডের। ডান দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের মুখে আর্কাদিউস মিলিকের দারুণ হেড ক্রসবারে লাগে। একটু পর কাছ থেকে লেভানদোভস্কির প্রচেষ্টা গোলরক্ষকের পা ছুঁয়ে পোস্টে লাগে।

৮২তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ হারান সৌদি আরবের আবদুল্লাহ আল-মালকি। আলগা বল পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন বার্সেলোনা স্ট্রাইকার।

আসর শুরুর আগে লেভানদোভস্কি বলেছিলেন, বিশ্বকাপে একটি গোল পেলে স্বপ্নপূরণ হবে তার। মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি মিস করে সুযোগ হারান তিনি। এবার পেলেন কাঙ্ক্ষিত গোল, পাঁচ ম্যাচে প্রথম।

দেশের হয়ে তার গোল হলো ৭৭টি।

শেষ দিকে আরেকটির সুযোগ পান তিনি। এবার তার প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সৌদি আরব।

১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা মেক্সিকোর বিপক্ষে রাত ১টার খেলতে নামবে আর্জেন্টিনা।

পূর্ববর্তী নিবন্ধ“সময় থাকতেই মানে মানে কেটে পড়ুন”
পরবর্তী নিবন্ধচার ফুটবলার বাদ দিয়ে মাঠে নামছে নতুন আর্জেন্টিনা