স্যানমার প্রপার্টিজ দেশে প্রথমবারের মতো নিয়ে এলো এক আকর্ষণীয় সেলস অফার। যা থেকে গ্রাহকরা একটি বিশেষ সুবিধার মাধ্যমে তাদের পছন্দের এপার্টমেন্টটি কিনতে পারবেন অতি সহজেই। আর এ উপলক্ষে তারা আয়োজন করেছে স্যানমার প্রপার্টি ফেয়ারের।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই স্যানমার প্রপার্টি ফেয়ার চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে চট্টগ্রামের পশ্চিম খুলশী, ইয়াকুব ফিউচার পার্কে স্যানমার অরচার্ড গার্ডেনের প্রজেক্ট সাইটে এবং গুলশান ২ স্যানমার টাওয়ার টু এর হেড অফিসে।
অনুষ্ঠানে উপস্থিত স্যানমারের চিফ অপারেটিং অফিসার সোমনাথ সরকার বলেন, আমরা সবসময় মডার্ন লাইফস্টাইলকেই প্রমোট করে থাকি। গ্রাহকরা সাধারণত এ ধরণের প্রজেক্ট পারচেজ করতে লোন নিতে চাইলেও লোন এর পরবর্তী নানা রকম বিষয়বস্তু গুলোকে ঝামেলা মনে করে থাকে। কিন্তু আমরা এখন যেই অভিনব অফারটি নিয়ে এসেছি এতে করে খুব সহজেই এবং এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এরকম লাঙারি প্রজেক্ট গ্রাহকগণের হাতে তুলে দেয়া সম্ভব হবে এবং তারা আর্থিকভাবেও লাভবান হবেন বলে আমরা মনে করছি। আর এ ধরনের সুযোগ আমার জানামতে বাংলাদেশে এই প্রথমবারের মতো হচ্ছে।
মেলায় আগত ক্রেতারা জানান, লোন পরবর্তী যে বাড়তি একটি চিন্তা সেটা কিভাবে সলভ করা যায় স্যানমার তার একটা চমৎকার সমাধান করেছে। ব্যতিক্রমী ও নান্দনিক ডিজাইনের চমৎকার টুইন টাওয়ার নিয়ে সম্পূর্ণ রেসিডেন্সিয়াল প্রজেক্ট স্যানমার অরচার্ড গার্ডেন তৈরী হচ্ছে ২০ তলা। দুটি ভবনের সমন্বয়ে ১০৫ কাঠা জমির উপরে। দক্ষিণমুখী এই প্রজেক্টে থাকবে ২ থেকে ৩ বেডরুমের সিঙ্গেল ও ডুপ্লেক্স এপার্টমেন্ট, পেন্টহাউজ, ওয়াকওয়ে, রিসেপশন জোন, সুপরিসর লবি, পার্কিং ফ্যাসিলিটি, চিলড্রেনস প্লে এরিয়া এবং ক্লাবহাউজ। প্রেস বিজ্ঞপ্তি।












