সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার পরাজয়। তবে এমন সময়ে দলের নেতা লিওনেল মেসি পিছিয়ে যাননি। তিনি বলেছেন, ‘কোনো অজুহাত নেই। আমাদের এখন সবসময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এই দলটা শক্তিশালী আর তারা এটা দেখিয়েছেও।
এখন এমন একটা অবস্থা, যার মধ্যে দিয়ে অনেক লম্বা সময় ধরে যাইনি আমরা। এখন আমাদের দেখাতে হবে এটা সত্যিকারের দল।’‘এই হার সবার জন্যই বড় ধাক্কা। আমরা এমন শুরুর প্রত্যাশা করিনি।
সবকিছুই কোনো একটা কারণে হয়। আমাদের তৈরি হতে হবে সামনে যা আসছে তার জন্য। জয় নির্ভর করছে আমাদের ওপর।’