মহানগর শ্রমিক লীগ : আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগর কমিটির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির ক্রাফ্ট ফেডারেশন বিষয়ক সম্পাদক বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমদের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা ১৮ নভেম্বর সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের জনসভায় ব্যাপক শ্রমিক সমাজের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার জন্য শ্রমিক লীগ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, মোহাম্মদ কফিল উদ্দিন, নুরুল আলম, দেলোয়ার হোসেন, সরোয়ার আলম চৌধুরী, মোস্তফা কামাল টিপু, ফখরুল আলম, জাফরুল ইসলাম, মনজুরুল আলম, আবদুল্লাহ আল মামুন, আজগর আলী, আবু সৈয়দ, আমির হোসেন বাচ্চু, মো. জাহাঙ্গীর, দেবাশীষ চৌধুরী দেবু, আলমগীর চৌধুরী, উজ্জ্বল বিশ্বাস, দিদার হোসেন, সরোয়ার আলম প্রমুখ।
কোতোয়ালী থানা আওয়ামী লীগ : নগর আওয়ামীলীগের উদ্যোগে অগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে আয়োজিত প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করে তুলতে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শেখ হাসিনার সকল উন্নয়ন কার্যক্রমের তথ্য তৃণমূল জনগণের মাঝে পৌঁছে জনসভার প্রচারণা চালাতে হবে।
গত ১৯ নভেম্বর বিকেলে দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে আয়োজিত কোতোয়ালী থানা আওয়ামীলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় ও আলহাজ্ব ফিরোজ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।
বক্তব্য রাখেন মশিউর রহমান রোকন, খাইরুল ইসলাম কঙি , টিংকু বড়ুয়া, সাঈদুল আরেফীন, মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট মহীবুল্লাহ চৌধুরী, তারেক ইমতেয়াজ ইমতু, দীপক ভট্টাচার্য, মাস্টার জসীম উদ্দিন, রাশেদ মোহাম্মদ হোসাইন, জাহাঙ্গীর আলম, এম এ সালাম, রতন আচার্য্য প্রমুখ। আগামী ২৮ নভেম্বর সকাল ১০টায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে পথ সভা উদ্বোধনের মধ্য দিয়ে কোতোয়ালী থানা আওয়ামীলীগের প্রচার প্রচারণা শুরু হবে।
নাসিরাবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে গত শনিবার নাসিরাবাদ ২নং গেইটে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। বেবি সুপার মার্কেট চত্ত্বর থেকে যুবলীগের সাবেক উপ সমবায় সম্পাদক ও নগর আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, শাহিনুল আলম শাহীন, মাহফুজুর রহমান বাবুুল, আসাদ সরদার, মো. ইকবাল হোসেন, আবদুল মান্নান, আলী হায়দার, মো. ইব্রাহিম, আনিসুর রহমান মানিক, সালাউদ্দিন লেদু, নাছির উদ্দির তালুকদার, মুমিনুল আলম, মো. ইউসুফ আলী, নুরুল ইনসলাম, মো. বাদশা, শহিদুল ইসলাম শহিদ, এস.এস. আবু কায়েস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।