মাতৃস্নেহে মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন ইন্দিরা গান্ধী : মেয়র

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরেছেন, মমতাময়ী মায়ের মতো বুকে জড়িয়ে ধরেছেন, নিজ হাতে আহত অনেক মুক্তিযোদ্ধাকে ওষুধ খাইয়েছেন।

গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত ইন্দিরা গান্ধীর ১০৬তম জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। সভাপতির বক্তব্যে আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেসক্লাব বরাবরই রাষ্ট্রীয় এবং সামাজিক উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করে চলেছে। মহান মুক্তিযুদ্ধে সহায়তাদানকারী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী।

তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও এই আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ফিফা বিশ্বকাপ ক্যাম্পেইন’ এ বিজয়ী স্ট্যান্ডার্ড ব্যাংকের দুজন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সম্মেলন