দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সেক্রেটারি সংবর্ধিত

‘সকল ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে যুবলীগ’

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কমিটির সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল পুরাতন রেল স্টেশন চত্ত্বরে দক্ষিণ জেলা আওতাধীন উপজেলা যুবলীগের উদ্যোগে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

দক্ষিণ জেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে ও কর্ণফুলী উপজেলা যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, চসিক কাউন্সিলর ও নগর যুবলীগ নেতা হাসান মুরাদ বিপ্লব, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সুজন, মহানগর যুবলীগ সাবেক আহ্‌বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্‌বায়ক মাহবুবুল হক সুমন, জেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, মীর মহিউদ্দিন, আবদুর রহমান, মোহাম্মদ মোনায়েম খান, মামুনুর রশিদ, বোরহান উদ্দিন ও আবু তাহের প্রমুখ।

সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অগ্নি সন্ত্রাসসহ যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে যুবলীগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবল লিগ কল্লোল রেলওয়ের জয়লাভ
পরবর্তী নিবন্ধদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্র চলছে