আজ থেকে এক মাস ব্যাপী ফুটবল যুদ্ধে নামবে ৩২টি দেশ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার নাকি অন্য কেউ- কে জিতবে এই বিশ্বকাপ তাই নিয়ে জোর তর্ক শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে উত্তেজনা।
তার মাঝে রয়েছে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্কও। তবে সব ভুলে হাজারো মানুষ হাজির হয়েছেন কাতারে। হতে চলেছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে কারা থাকবেন তা নিয়ে ফিফা কোনো তালিকা প্রকাশ করেনি।
তবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জানকুকের থাকার কথা রয়েছে। এ ছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং বলিউড তারকা নোরা ফাতেহীর থাকার কথা।
ব্রিটেনের গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। এ ছাড়া গৃহযুদ্ধের কারণে ইকুয়েডরের প্রেসিডেন্টও থাকতে পারবেন না বলে জানা গেছে।