কারিগরি বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষা ৭ ডিসেম্বর

| শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

প্রশ্নপত্রের ত্রুটির কারণে কারিগরি বোর্ডের এইচএসসির স্থগিতকৃত বাংলা-১ (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এইচএসসি (বিএমটি/বিএম) বাংলা-১ (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষার
সংশোধিত বিজ্ঞপ্তি গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে।
গত ৬ নভেম্বর এ পরীক্ষা শুরু হলেও প্রশ্নপত্রের ত্রুটির কারণে তা স্থগিত করা হয়েছিল। ৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ জানান। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধইরানে খোমেনির পৈতৃক বাড়িতে আগুন
পরবর্তী নিবন্ধপতাকায় আনন্দ পতাকায় উন্মাদনা