চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, চট্টগ্রামে জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করে প্রমাণ করতে হবে আ. লীগ জনগণের জন্য রাজনীতি করে। আর জনকল্যাণে কাজ করে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই জনস্বার্থ রক্ষার্থে আগামীতে আবারও দলকে ক্ষমতাসীন করতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন-ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর এই পরিশ্রমের মূল চালিকা শক্তি দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাটহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দুীন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাফর আহম্মদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, সদস্য দিদারুল আলম বাবুল, শওকতুল আলম, শাহনেওয়াজ চৌধুরী, সেলিম উদ্দিন, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সরওয়ার মোর্শেদ তালুকদার প্রমুখ।