বাংলাদেশের কত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও বারডেমসহ বিভিন্ন সূত্র মতে বাংলাদেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা ৯০ লাখেরও অধিক। ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতার বিকল্প নেই। আন্তর্জাতিক ডায়াবেটিস দিবসে ডায়াবেটিক গণসচেতনতা বৃদ্ধিকল্পে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
‘ডায়াবেটিস প্রতিরোধ করুন, অন্ধত্ব ও অঙ্গহানি রোধ করুন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স জেলা ৩১৫-বি ৪ এর উদ্যোগ সিনিয়র ক্লাবে গতকাল শনিবার এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বক্তারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ডায়বেটিসের কারণে অন্ধ হচ্ছে জানিয়ে জাংক ফুড, কোমল পানীয়, চিনিসহ বিষাক্ত খাবারগুলো বর্জনের অনুরোধ জানান।
উদযাপন পরিষদের চেয়ারম্যান লায়ন ডা. নওসাদ আহম্মেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা গভর্নর লায়ন সামছুদ্দীন আহম্মেদ সিদ্দিকী। মেম্বার সেক্রেটারি লায়ন তাহের আহমেদের উপস্থাপনায় বক্তব্য দেন, ২য় জেলা ভাইস গভর্নর লায়ন কোহিনুর কামাল, ক্যাবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন, লায়ন তারেক কামাল, লায়ন মনোয়ারা বেগম, লায়ন আমিনা সুলতানা ডলি, লায়ন খোরশেদ আলম, জোন চেয়ারপার্সন লায়ন এস কে বড়ুয়া, লায়ন মো. ইলিয়াস সিরাজি, লায়ন মো. গাউসুল হক চৌধুরী, লায়ন মমতাজ বেগম, লায়ন মো. মাইন উদ্দিন, লায়ন ইঞ্জিনিয়ার মঞ্জুরে খোরশেদ আলম, লায়ন এস এম আবুল কালাম আজাদ, লায়ন মো. আরফান আলী, লায়ন ইয়াসমিন আরা চৌধুরী, লায়ন জামাল উদ্দিন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।