আইআইইউসি সিসিই ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:২০ পূর্বাহ্ণ

আইআইইউসির সিসিই ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল শনিবার কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার ও চেক বিতরণ করা হয়। এরপর সিসিই ডিপার্টমেন্টের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলামের মাধ্যমে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে উন্নত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। সিসিই ডিপার্টমেন্টকে অবকাঠামোগত ভাবে আরো সমৃদ্ধ করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এ.এফ.এম. আকতারুজ্জামান কায়সার, প্রফেসর মোহাম্মদ ছরওয়ার আলম, অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মেদ সাইফুদ্দিন।অনুষ্ঠান সঞ্চালনা করেন লেকচারার আরিজ হাফিজ। সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধপর্যটন বিকাশে টেকনাফে মতবিনিময়