পর্যটন বিকাশে টেকনাফে মতবিনিময়

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:২২ পূর্বাহ্ণ

টেকনাফে উপকূলীয় টেকসই উন্নয়নের পর্যটন বিকাশের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ইউএনডিপি আয়োজিত অনুষ্ঠানে উপজেলা (ভারপ্রাপ্ত)নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পর্যটন মন্ত্রণালয়ের উপ-পরিচালক ( উপ-সচিব) মোহাম্মদ সাইফুল হাসান। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জকিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মুনতাসির বিল্লাহ, বিদ্যুৎ বিহারি, আনন্দময় ভৌমিক, জাবেদ ইকবাল চৌধুরী, চেয়ারম্যান মুজিবুর রহমান, মো. আশেক উল্লাহ ফারুকী ও আজিজুল হক।

প্রধান অতিথি বলেন, পর্যটন ব্যবস্থা উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত্র বিষয়ে সমীক্ষা চলছে এবং এ জেলার পর্যটন স্পট গুলোর পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে মতামতের ভিত্তিতে ভবিষ্যতে টেকসই উন্নয়ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি সিসিই ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধজাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের অনুরোধ সুজনের