দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ডিসেম্বরের শুরুতে বাংলাদেশ সফরে আসবে ভারতের জাতীয় ক্রিকেট দল। তার আগে বাংলাদেশে দুটি চার দিনের আনঅফিসিয়াল ম্যাচ খেলবে ভারতের ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে ২৫ নভেম্বর ঢাকায় পা রাখবে ভারত ‘এ’ দল।
গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে ২৯ নভেম্বর। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৬ ডিসেম্বর। তবে কোন ভেন্যুতে খেলা হবে তা এখনো নিশ্চিত করেনি বিসিবি।