‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ঐশীর ‘আদম’ সিনেমাটি মুক্তির মিছিলে রয়েছে। সমপ্রতি সেন্সরে জমা পড়েছে সিনেমাটি।
‘আদম থাইকা আদম সন্তান, কেউ ফেরেশতা কেউবা শয়তান’- এমন ট্যাগ লাইনের সিনেমাটি প্রযোজনা করেছে টিএইচআর মিডিয়া হাউজ। আবু তাওহীদ হিরণ পরিচালিত এই সিনেমায় আশির দশকের গ্রামীণ জনপদের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে।
এতে ঐশী ছাড়াও আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য এবং রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।
‘আমার কাঁখের কলসী, জলে গেল রে ভাসি’, বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় এক গান। গানটি পুনরায় এই সিনেমায় ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এবারের ভার্সনে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপখ্যাত রাজীব ও লিজা।