জেল হত্যাকাণ্ড ছিল দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রক্ত পিপাসু পাকিস্তানীরা ঘাতকরা ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে জাতিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল। গত বৃহস্পতিবার রাউজান উপজেলা আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বশির উদ্দিন খান, স্বপন দাশ গুপ্ত, ইরফান উদ্দিন চৌধুরী, ভূপেষ বড়ুয়া, শফিকুল ইসলাম, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুর জব্বার সোহেল রোকন উদ্দিন, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, আলমগীর আলী, জিয়াউল হক চৌধুরী সুমন, আলী আজগর চৌধুরী, তছলিম উদ্দিন, মুছা আলম খান, হাসান মোহাম্মদ রাসেল, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু প্রমুখ।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বাসভবনে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ ও বঙ্গবন্ধু প্রবীণ সমিতির উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বর আলোচনা সভা, মেধাবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু প্রবীণ সমিতির সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ‘বেদনাবিধূর মর্মান্তিক জেলহত্যা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সাবেক প্যানেল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনী। আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, অধ্যক্ষ ড. সানাউল্লাহ, সাবেক সদস্য সৈয়দ মাহমুদুল হক, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, ব্যবসায়ী হাজী সাহাবউদ্দিন, ভানু রঞ্জন চক্রবর্ত্তী, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, ফিরোজ আহমদ, কাজী আলতাফ হোসেন, লোকমান আলী, ডি কে দাশ মামুন, আবু সুফিয়ান, মোহাম্মদ হোসেন, ওমর ফারুক, নুর আহমদ, নুরুল ইসলাম, লিয়াকত হোসেন, হাজী শাহাদাত হাসান, ফরিদুল আলম, জাবেদুল ইসলাম শিপন, আবদুল মালেক, ক্যাপ্টেন নিজাম উদ্দিন, ওয়াহিদ হাসান, জাবেদুল ইসলাম শিপন, দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম পলাশ, বীর মুক্তিযোদ্ধা রেদওয়ানুল হক, জাহাঙ্গীর আলম, এড. টিপু শীল জয়দেব, আসিফ ইকবাল, রিয়াতুল করি, বোরহান উদ্দিন গিফারী, আবু তাহের, জামাল হোসেন শাহীন, সমীর চন্দ্র সেন, ওয়াহিদুল আলম, মনির উদ্দিন সহ অন্যরা।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : জেল হত্যা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, দেবাশীষ আচার্য্য সহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ ।
৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগ : জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনার্থে ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নিশ্চিন্তাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম. হাসান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবু নাছের, শামশুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন। বক্তব্য রাখেন জাহিদুল আলম মিন্টু, শের আলী সওদাগর, নজরুল ইসলাম টিটু, হাজী নূরুল হুদা, শাহনেওয়াজ সানু, মোজাম্মেল হক চৌধুরী, কামরুল হুদা চৌধুরী, মো. সোলায়মান, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুন নূর, সরোয়ার আলম বাপ্পি, মো. ইউসুফ, মো. নজরুল, ইব্রাহীম মুকুল, সালাউদ্দিন, মো. মনির, মনু সওদাগর, মো. জাহাঙ্গীর বাদশা, ইকবাল, হাজী আনোয়ার, আনোয়ার সাহেদ, আব্দুল্লাহ আল নোমান, নূরুদ্দিন, মো. মঞ্জু, খোকন, সাদ্দাম, রাশেদ, খোরশেদ আলম রুবেল, মো. মাসুদ প্রমুখ।
সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ : জেল হত্যা দিবস উপলক্ষে সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন লায়ন শওকত আলী, এবিএম লুৎফুল হক খুশি, আবু সৈয়দ খানসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদক ও যুবলীগ, ছাত্রলীগ নেতৃবন্দ।

পূর্ববর্তী নিবন্ধফের প্রমাণ হলো প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়া কারাবন্দি : রিজভী
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল