পশ্চিম গোমদন্ডী ফুলতল অটোরিক্সা চালক সমিতির মিলাদ মাহফিল

| বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বোয়ালখলীস্থ পৌরসভা ফুলতল কালাম মার্কেট চত্বরে পশ্চিম গোমদন্ডী ফুলতল অটোরিক্সা চালক সমবায় সমিতির উদ্যোগে ১২তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত রোববার অনুষ্ঠিত হয়। সমাজসেবী আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কর্ণফুলী সৈন্যারবাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বেলাল আলকাদেরী। আলোচক ছিলেন মাওলানা ছিদ্দীক আকবর মেহেরী, মাওলানা জিয়া উদ্দীন আহমদ নঈম। বক্তারা বলেন, বিশ্ব জুড়ে আজ দুর্বলের ওপর সবলের জঘন্য নির্মমতা ও বর্বরতা চলছে। দেশে দেশে নিরীহ মানবতার ওপর চলছে জুলুম নিপীড়ন ও বহুমুখী নিগ্রহ। মানবজাতিকে অধঃপতিত অবস্থা থেকে তুলে আনতে মহানবী (দ.) নির্দেশিত সাম্য ও ইনসাফের আদর্শ গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূতপল্লি লাল দ্বীপ
পরবর্তী নিবন্ধনতুন উদ্যোক্তাদের মাঝে ইউসিবির চেক বিতরণ