বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, দমন, নির্যাতন, নিপীড়, মামলা, হামলা, গ্রেপ্তার করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। এক দলীয় সরকারের অধীনে এই দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। জনগণের অধিকার আদায়ের রাজপথে আছে বিএনপি। জনগণকে সাথে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, আদায়ের বিএনপি আর পিছ পা হবে না।
তিনি গতকাল ৩১ অক্টোবর দুপুরে হাটহাজারী পৌরসভা বিএনপির সাথে পৌর সভা বিএনপির সম্মেলন ও ৭ নভেন্বর পালন উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন। পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকের হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব ওহেদুল আলমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডাঃ রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।