সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলীর কর্মসূচি

| মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যাগে ২৬ অক্টোবর একে সিদ্দিকী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, শিখরপুর, নিয়ামত আলী রোড, নজুমিয়া হাট চট্টগ্রামে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ক্যান্সার সচেতনতায় লিফলেট বিতরণ করা হয় ও নামাজ রুমের মেঝে টাইলসকরণ উদ্বোধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জহির উদ্দিন হেলাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন মিরাজুর রহমান তুহিন। উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গর্ভনর লায়ন মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গর্ভনর লায়ন কহিনুর কামাল, কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ, প্রাক্তন জেলা গর্ভনর লায়ন রূপম কিশোর বড়ুয়া, স্কুলের আজীবন সদস্য রফিক আহম্মেদ, প্রধান শিক্ষক সেলিম আহম্মেদ, পরিচালনা পরিষদের সদস্য সেলিম খান। অনুষ্ঠানে বক্তারা ক্যান্সার এবং পরিবেশ বিপর্যয়ের উপর সচেতনতা বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন লায়ন হুমায়ুন কবির, লায়ন শুভনাজ জিনিয়া, লায়ন আশরাফুল ইয়াসিন, লায়ন দুলাল কান্তি বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোটাধিকার আদায়ে বিএনপি আর পিছ পা হবে না
পরবর্তী নিবন্ধসমীর ধরের পরলোকগমন